ভারতের অর্থনীতি থেকে আরও প্রশ্ন

Show Important Question


81) Major part of tax revenue in India comes from / ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে কোথায় থেকে ?
A) Direct taxes/ প্রত্যক্ষ কর থেকে
B) Indirect taxes/ পরোক্ষ কর থেকে
C) both Direct and Indirect taxes have equal share/ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় কর থেকে
D) None of the above/ উপরের কোনোটিই নয়

82) Term loan for expansion of industries in India is mainly provided by / শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত কে ?
A) Commercial Banks/ বাণিজ্যিক ব্যাঙ্কগুলি
B) Development Banks/ উন্নয়ন ব্যাঙ্কগুলি
C) Reserve Bank of India/ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
D) Co-operative Banks/ সমবায় ব্যাঙ্ক

83) Disinvestment policy implies / বিলগ্নীকরণ নীতি কীভাবে কাজ করে ?
A) dissolving the public sector units (PSU)/ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে দেওয়া
B) selling the equities of the PSUs to the open capital market/ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারের বিক্রয় করা
C) increasing government share in the PSUs/ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সরকারি অংশীদারীত্ব বাড়ানো
D) None of the above/ উপরের কোনোটিই নয়

84) Attitude of present industrial policy towards foreign direct investment is / এখন বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব কী ?
A) Total rejection of FDI/ বৈদেশিক বিনিয়োগ সম্পূর্ণভাবে বাতিল
B) Increase in share of FDI/ বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো
C) Decrease in share of FDI/ বৈদেশিক বিনিয়োগের অংশ কমানো
D) None of the above/ ওপরের কোনোটিই নয়

85) National Rural Employment Guarantee Scheme gives right to employment for — / জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে
A) 70 days a year/ বছরে 70 দিন
B) 200 days a year/ বছরে 200 দিন
C) 100 days a year/ বছরে 100 দিন
D) 30 days a year/ বছরে 30 দিন

86) BPL means : / বি.পি.এল মানে হল
A) Below Proverty Line/ দারিদ্রসীমার নীচে
B) Behind Public Litigation/ সরকারী মামলার পিছনে
C) Beyond Private Limits/ ব্যক্তিগত সীমার বাইরে
D) Barren Public Land/ অনুর্বর সরকারী জমি

87) Indian Economy is a : / ভারতীয় অর্থনীতি হল
A) Totally command economy with no private sector/ সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি
B) Mixed economy/ মিশ্র অর্থনীতি
C) Capitalist economy/ ধনতান্ত্রিক অর্থনীতি
D) None of the above/ উপরের কোনটিই নয়

88) Structural Adjustment Policy was introduced by India on taking loan from — / নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয়
A) IMF/ আন্তর্জাতিক মুদ্রাভান্ডার
B) World Bank/ বিশ্ব ব্যাংক
C) Asian Development Bank/ এশীয় উন্নয়ন ব্যাংক
D) European Union/ ইউরোপীয় ইউনিয়ন

89) India's Informal Sector engages. / ভারতের 'ইনফরমাল' ক্ষেত্রে, কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত ?
A) 93 % of its work force/ 93
B) 68 % of its work force/ 68
C) 77 % of its work force/ 77
D) 16 % of its work force/ 16

90) Share of the sector in India's GDP is highest — / ভারতের G.D.P. তে সবচেয়ে বেশী অংশ যে ক্ষেত্রের তা হল
A) Agricultural sector/ কৃষিক্ষেত্র
B) Industrial sector/ শিল্পক্ষেত্র
C) Services sector/ পরিষেবা ক্ষেত্র
D) Foreign Trade sector/ বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র

91) The Mahalanobis strategy of Indian Planning gave emphasis to the growth of — / মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল, তা হল
A) Agricultural sector/ কৃষিক্ষেত্র
B) Services sector/ পরিষেবা ক্ষেত্র
C) Heavy Capital Goods Industrial sector/ ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র
D) Small Scale Village Industrial sector/ ক্ষুদ্র গ্রামীণ শিল্পক্ষেত্র

92) Percentage of poor in India is : / ভারতবর্ষের কত শতাংশ লোক দরিদ্র ?
A) 40%/ 40
B) 83%/ 83
C) 10%/ 10
D) 66.66%/ 66.66

93) Indian Rupee is fully convertible at : / ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে ?
A) Current Account/ কারেন্ট (Current) অ্যাকাউন্ট
B) Capital Account/ ক্যাপিটাল (Capital) অ্যাকাউন্ট
C) Trade Account/ ট্রেড (Trade) অ্যাকাউন্ট
D) None of the above/ উপরের কোনটিই নয়

94) Which group of society is worst affected by continuous inflationary price rice ? / সমাজের কোন শ্রেণির মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন ?
A) Traders and merchants/ ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন
B) The investor class/ বিনিয়োগকারী শ্রেণি
C) Self employed group/ স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন
D) Fixed income group/ স্থির আয়কারী মানুষজন

95) What is capital ? / মূলধন কাকে বলে ?
A) Money is capital/ অর্থই মূলধন
B) Machineries and building constitute capital/ মেশিনারি ও অট্টালিকা সমূহই মূলধন
C) Capital is produced by the means of production/ মূলধন হল উত্পাদনের উত্পাদিত উপকরণ
D) None of the above/ উপরের কোনটিই নয়

96) Which of the following factor is the most important for future industrial development of India ? / নিম্নে বর্ণিত কোনটি ভারতে ভবিষ্যৎ শিল্পোন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?
A) Maintenance of industrial peace/ শিল্পে শান্তি বজায় রাখা
B) Creation of adequate infrastructural facilities/ পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি
C) Huge investment is to be undertaken by the investor class/ বিনিয়োগকারীদের প্রভূত বিনিয়োগ করা
D) None of the above/ উপরের কোনটিই নয়

97) The New Economic Policy was introduced in India / ভারতে নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে ?
A) 1989
B) 1995
C) 1997
D) 1991

98) Hindu Law of inheritance is responsible for : / 'হিন্দু উত্তরাধিকার আইন' কীসের জন্য দায়ী ?
A) Low productivity of land/ জমির কম উত্পাদনশীলতা
B) Non- application of Scientific mode of farming/ কৃষিকার্যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ না করা
C) Non-availability of irrigatjonal facilities/ জল সেচ ব্যবস্থার সুবিধা না থাকা
D) Subdivision and fragmentation of land holdings/ ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন ও খন্ডিতকরণ

99) Which institution is directly connected with the framing of Indian monetary policy ? / ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত ?
A) The Reserve Bank of India/ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
B) The State Bank of India/ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
C) Life Insurance Corporation of India/ জীবন বীমা নিগম
D) Industrial Development Bank of India/ ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক

100) The south eastern part of the Bengal delta is undergoing : / বঙ্গদেশের ব-দ্বীপের দক্ষিণ-পূর্বদিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে—
A) Subsidence/ নিমজ্জন
B) Emergence/ উত্থান
C) Progradation
D) None of the above/ উপরোক্ত কোনটিই নয়